January 15, 2025, 1:07 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মোঃ সবুজ আকনের মাতা আছিরন বেগম (৯০) বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে শনিবার রাত সাড়ে এগারোটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, (ইন্নালিল্লাহি………রাজেউন)।
মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে, নাতি নাতনীসহ অগনিত শুভাকাঙ্খি রেখে গেছেন। ০৫ মার্চ শনিবার সকাল এগারোটায় মরহুমার নিজ বাড়ি গৈলা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমার জানাজায় উপস্থিত থেকে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফরাত কামনা করেছেন মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, জাতির পিতার ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা।