January 15, 2025, 5:32 am
মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঢাকা,বৃহস্পতিবার, ২৮ জুলাই,২০২২: দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব আর নেই (ইন্না….রাজেউন)। তিনি বৃহস্পতিবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চলে গেছেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।
এক শোক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সভাপতি সোহেল আহমেদ ও সম্পাদক শিবলী সাদিক খান শোক ও শোকাতর্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, অমিত হাবিবের সম্পাদনায় অতি অল্প সময়ে দৈনিক দেশরূপান্তর পত্রিকাটি পাঠক হৃদয়ে স্থান করতে সক্ষম হয়েছিলেন।