May 5, 2024, 6:31 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
কাছাকাছি কোনও পানির উৎস না থাকায় আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন নড়াইলে গাঁজাসহ চারজন গ্রেফতার আসলে এটা রেল লাইন নয় কুষ্টিয়ায় শ্রমজীবী মানুষের মাঝে শরবত, বিশুদ্ধ পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ স্বরূপকাঠিতে স্বধীনতা বিরোধীদের মুক্তিযোদ্ধা হওয়ার তৎপরতা বন্ধের দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন পাইকগাছা বাজারের তৃষ্ণার্ত মানুষের জন্য শীতল শরবত পানির ব্যবস্থা করলেন শুকুরুজ্জামান পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কেশবপুরে আগামী ৮মে উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপির লিফলেট বিতরণ মধুপুরে ছরোয়ার আলম খান আবু’র নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক পৃথক অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ৩
জয়পুরহাটের আক্কেলপুরে “প্রশ্নোত্তরে স্কাউটিং” শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন

জয়পুরহাটের আক্কেলপুরে “প্রশ্নোত্তরে স্কাউটিং” শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

জয়পুরহাটের আক্কেলপুরে “প্রশ্নোত্তরে স্কাউটিং” শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসানের আয়োজনে (২৮ জুলাই) বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়পুরহাট চেম্বার অব কমার্স এর সভাপতি আলহাজ্ব আহসান কবীর এল্পব।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক, আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাধেশ্যাম আগরওয়ালা, উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা ডাঃ মো. রাশেদুল ইসলাম, পৌরসভার প্যালেন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মীর মো. আতিকুজ্জামান মুনসহ বাংলাদেশ স্কাউটস আক্কেলপুর উপজেলার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউটস, বয়েজ স্কাউটস, রোভার স্কাউটস সদস্য, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং সুধীজন।

মোড়ক উন্মোচন কালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলা স্কাউটস এর পক্ষ হতে “প্রশ্নোত্তরে স্কাউটিং” নামক বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করায় আমি আনন্দিত। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং এর ভূমিকা প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে সৎ, কর্মঠ, সুশৃংখল ও আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং এর কোন বিকল্প নেই। সেজন্য সর্বাগ্রে প্রয়োজন শিশু-কিশোর-যুবদের মাঝে স্কাউটিং এর প্রতি বিশেষভাবে আগ্রহ সৃষ্টি করা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আক্কেলপুর উপজেলা স্কাউটস এর পক্ষ হতে প্রকাশিত “প্রশ্নোত্তরে স্কাউটিং” নামক বইটি পাঠে তরুণ প্রজন্ম স্কাউটিং এর প্রতি বিশেষ আগ্রহী হয়ে উঠবে এবং নিজেদেরকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। শিশুকাল থেকে দায়িত্ব সচেতন, স্বেচ্ছাসেবী ও দক্ষ জনশক্তি তৈরিতে বইটি অসামান্য ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। বইটি প্রকাশের মাধ্যমে আক্কেলপুর উপজেলা স্কাউটস এর আন্তরিকতা ও সদিচ্ছারই বহিঃপ্রকাশ। আক্কেলপুর উপজেলা স্কাউটস এর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ।

অনুষ্ঠানে উপজেলা স্কাউটস এর সভাপতি আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন, উপজেলা স্কাউটস এর পক্ষ হতে “প্রশ্নোত্তরে স্কাউটিং” নামক বইটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। শিশু-কিশোর-যুবদের মাঝে সেবার মনোভাব তৈরী, সৃজনশীলতার সৃষ্টি ও আগামী দিনের যোগ্য নেতৃত্ব বিকাশে স্কাউটিং এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কাউটিংয়ের মাধ্যমে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিশু-কিশোররা আত্মনির্ভরশীল, সহনশীল, নেতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টিসহ ইতিবাচক গুণাবলী অর্জন করে থাকে। শিশুকাল থেকে দায়িত্ব সচেতন, দক্ষ জনশক্তি তৈরি ও শান্তিময় বাংলাদেশ তথা বিশ্ব বিনির্মাণে স্কাউট আন্দোলনের ভূমিকা সর্বজন স্বীকৃত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সর্ববৃহৎ এ যুব আন্দোলনের সাথে শিশু-কিশোর-যুবদেরকে সম্পৃক্ত করার লক্ষ্যে অভিনব ধরণের “প্রশ্নোত্তরে স্কাউটিং” নামক বইটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আশা করি বইটি পাঠে শিশু-কিশোররা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেল পাওয়েল অব গিলওয়েল, তাঁর বৈচিত্রময় জীবনের কর্ম এবং স্কাউটস আন্দোলন সম্পর্কে সম্যক অবহিত হতে সমর্থ হবে। বইটি শিশু-কিশোরদের মাঝে স্কাউটস আন্দোলনের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারলেই আমাদের ক্ষুদ্র এ প্রয়াস সার্থক হয়েছে বলে মনে করব।

উলেক্ষ্য “প্রশ্নোত্তরে স্কাউটিং” বইটির প্রকাশক আক্কেলপুর উপজেলা প্রশাসন, সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ, কৃতজ্ঞতায় আশিক হোসেন, এনামুল হক, মুক্তার হোসেন, মো.ছানোয়ার হোসেন, মো.সিরাজুল ইসলাম মীর মো. রেজাউন নবী, মীর মো.আতিকুজ্জামান,মো. ফেদৌস ইসলাম, মো.সিরাজুল ইসলাম সহ আরো অনেকেই, গ্রন্থস্বত্ত্ব লেখক সম্পাদনা পরিষদ।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD