থানায় অভিযোগের দুই মাস পার হলেও ঘড় খোলার সুরাহা পায়নি অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট ছালাম।

কে এম সোহেব জুয়েল,
বাবুগঞ্জ প্রতিনিধি: -থানায় অভিযোগের দুই মাসের অধিক সময় অতিবাহিত হলেও ঘড় খুলে দেয়ার সিদ্ধান্ত পুলিশ দিতে না পারায় বৃদ্ধ মাতাকে নিয়ে নিজ ঘড়ে প্রবেশ করতে না পেরে সমাজের বিভিন্ন দারে ঘড় খুলে দেয়ার দাবিতে ঘুরে ফিরে বেড়াচ্ছেন বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাজপুর গ্রামের পিতা মৃত গোলাম মোর্শেদ তাল্লুকদারের পুত্র অসহায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আ; ছালাম।

তিনি (ছালাম) জানান আমার মা মোসম্মৎ সাজু বেগম আমার ঢাকার বাসায় বেড়াতে আসেন। সেই সুবাদে আমার বাড়ির প্রতিপক্ষ মৃত আনোয়ার হোসেন খলিফার পুত্র সেলিম খলিফা ৫৫, আব্বাস খলিফার পুত্র আরিফ হোসেন বাপ্পি ৩০,বাচ্চু খলিফার পুত্র সাইমুন ২৩ ও সায়েম খলিফা ফজলু চৌকিদারের পুত্র জুয়েল চৌকিদার ২৮ আমাদের জায়গা আত্মসতের লক্ষ্যে আমার খালিঘড়ের দুইটি প্রবেশের প্রধান গেটে পেরাগ মেরে আটিকেয়ে দেয়। আমার ভগ্নিপতি ও বোন কহিনুর আমার বাড়ি বেড়াতে এসে এমন দৃশ্য দেখে প্রতিপক্ষকে বল্লে তারা অকথ্য ভাষায় আমার বোন কহিনুর ও ভগ্নিপতিকে গালিগালাজ সহ লাঠি সোটা নিয়ে মারধর করতে এগিয়ে আসে।

আমার বোন ভগ্নিপতি নিরুপায় হয়ে আমাকে জানালে আমি বাড়ি এসে স্হানীয়দের সহায়তায় আলাপ আলোচনার মধ্যে সমাধানের বহু চেষ্টা করেও কোন সফলতা না পেয়ে দীর্ঘ দুই মাস পূর্বে ঘড়ে প্রবেশ করতে থানার অভিযোগ দিয়েও নিজ বসত ঘড়ে ঢুকতে না পেরে বৃদ্ধ মাতাকে নিয়ে আমাকে রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে এমন অভিযোগ করেন অসহায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আবদুছ ছালাম।

তাই তার বৃদ্ধ মাতাকে নিয়ে নিজ বসত ঘড়ে প্রবেশ করতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সার্বিক সহোযোগিতায় কামনা করছেন এই ভুক্তভোগী পরিবার ও তাদের লোকজন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *