January 15, 2025, 4:39 am
মোঃ আমজাদ হোসেন রতন নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-
দিন ব্যাপি টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ তেবারিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, জরিপন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও জয়ভোগ পাবলিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৃথক পৃথক বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে আয়োজন করা হয়। সলিমাবাদ তেবারিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, ম্যধমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম, সলিমাবাদ তেবারিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম খান অপু প্রমুখ।
এছাড়া জরিপন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জয়ভোগ পাবলিক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন এমপি আহসানুল ইসলাম টিটু। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবক ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
নাগরপুর,টাঙ্গাইল।