January 15, 2025, 5:33 am
পঞ্চগড় প্রতিনিধি: আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ এই স্লােগানে পঞ্চগড়ে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে গিয়ে শেষ। এতে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, সন্ধানী লাইফ
কোম্পানীর এসভিপি মো. মোস্তফা আল কামাল, পঞ্চগড় সন্ধানী লাইফের জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, সন্ধানী লাইফের ভিপি তারিকুর রশিদ জুয়েল সহ বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীরা, বীমা সদস্যরা অংশ নেন।
র্যালী শেষে সরকারী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো. বাবুল হোসেন, পঞ্চগড়