ফুলবাড়ীয়ায় নবপ্রত্যয় সমাজ কল্যাণ সংঘের প্রতিযোগিতামুলক পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় গতকাল মঙ্গলবার নবপ্রত্যয় সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত প্রতিযোগীতামূলক পরিক্ষার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাশহর বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রতিযোগীতামূলক পরিক্ষার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
আব্দুস সালামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম আকন্দ বাবলু, ৯ নং এনায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল হোসেন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিরন্তর প্রচেষ্টায় বাংলাদেশকে বিশ্বদরবারে অনন্য অবস্থানে পৌঁছে নিয়ে যেতে একটি স্মার্ট, শিক্ষিত জাতি গঠনের উপর গুরুত্ব দিয়ে তরুন সমাজকে স্বশিক্ষায় শিক্ষিত হবার জন্য অনুপ্রেরণামূলক বক্তৃতা প্রদান করেন। তাছাড়া, সমাজের নানা কলুষ, কুসংস্কার, অপসংস্কৃতি দূর করে একটি সুস্থ্য সমাজ ব্যবস্থায় মননশীল মানুষ তৈরীতে সংস্কৃতির বিশেষ ভূমিকা নিয়েও আলোচনা করেন। পরে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *