গৌরনদীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর দায়সারা আয়োজন,ইঁদুর,খরগোস,রুগ্ন গবাদিপশুর উপস্থিতি

বি এম মনির হোসেনঃ-

 উন্নত জাতের হাসমুরগি ও গবাদি পশু পালনে খামারিদের উদ্ধুদ্ব করার জন্য দেশব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের অংশ হিসেবে বরিশালের গৌরনদীতেও সোমবার (২৭ফেব্রুয়ারি) দিবসটি পালন করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সম্মুখের মাঠে এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়সারা আয়োজন করার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলার অধিকাংশ খামারিদের মাঝে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, প্রদর্শনীতে উল্লেখযোগ্য প্রাণীগুলোর মধ্যে ইঁদুর,কবুতর,রুগ্ন কয়েকটি গবাদি পশু।যেখানে পেশাদার খামারিদের কোন উপস্থিতি ছিলোনা।মেলায় ২০টি স্টল ছিল,কিন্তু দর্শকের উপস্থিতি ছিল কম। দিনব্যাপি প্রদর্শনী চলার কথা থাকলেও সকাল ১০টায় উদ্বোধনের পর অতিথিগণ চলে গেলে প্রদর্শনী প্রাঙ্গণও খালি হয়ে যায়,দুপুর নাগাদ প্রাঙ্গণ প্রায় দর্শকশূন্য হয়ে পড়ে।একাধিক খামারির অভিযোগ, প্রদর্শনীর জন্য প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে গৌরনদী উপজেলায় ২ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হলেও গুটিকয়েক ভারাটিয়া গরু,ছাগল ও পাখি বিক্রেতাদের নিয়ে নাম মাত্র এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর বিষয়ে অধিকাংশ খামারিরা কিছুই জানেন না।তারা আরও অভিযোগ করেন, প্রদর্শনী নামে বরাদ্দ হওয়া অধিকাংশ টাকা মিথ্যা ভাউচারে আত্মসাতের চেষ্টায় দায়সারা এ আয়োজন করা হয়েছে। প্রদর্শনী উপলক্ষে ব্যাপক প্রচার-প্রচারণার নিয়ম থাকলেও তা করা হয়নি। এ কারণে প্রদর্শনীতে দর্শক সমাগম অনেকটা কম।দায়সারা আয়োজনের অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ফরিদ বলেন, প্রদর্শনী উপলক্ষে মাইকিং করা হয়েছে। তারপরেও পেশাদার খামারীদের অংশগ্রহন কম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *