January 15, 2025, 7:14 am
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসার ফাজিল,স্নাতক, ফাজিল অনার্স ও আলিম শ্রেণীর নবীণ বরণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারী) দুপুরে মাদরাসা অডিটোরিয়ামে এই নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ।
মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.ইদ্রিস খান এর সভাপতিত্বে ও মোহাদ্দেস ড.হাসানুজ্জামান এর সঞ্চালনায় নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া বিশেষ অতিথি কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ সহ মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও সদস্য বৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে-মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশ গড়ার কারিগর হিসাবে নিজেকে গড়ে তোলতে সকলের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে- কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ-মাদক
,সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন।
মোমেনশাহী ডি এস কামিলর মাদ্রাসা অধ্যক্ষ জানান, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ষাটোর্ধ বয়সে এসেছে। প্রতি বছরেই মাদ্রসাটি নবীন শিক্ষার্থীদের উৎসব মোখর পরিবেশে আনুষ্ঠানিক ভাবে বরণ করা হয়। মাদ্রাসায় অধ্যয়ণরত সিনিয়র ছাত্ররা খুবই সুন্দর ভাবে নবীণ বরণ অনুষ্ঠানটি সম্পন্ন করে চলছে। এটা মাদ্রাসার শিক্ষার ধাপকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলেও মনে করেন তিনি।