হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর ভাষার মাসে রংপুর সিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন –।

হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় ময়না কুঠির স্বেচ্ছাব্রতী মাহমুদুল হাসান এর আয়োজনে রংপুর সিটি করপোরেশন এলাকার ৭ নং ওয়ার্ডের ময়নাকুঠি স্কুল সংলগ্ন আজাহারের বাড়ির উঠানে গত ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে অর্ধদিবস ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনির হোসেন মুরাদ, ডাঃ নীলুফার ইয়াসমিন।
উপস্থিত ছিলেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহকারী ব্যবস্থাপক( অর্থ) নূরুন্নবী, প্রোগ্রাম কোর্ডিনেটর জাহাঙ্গীর আলম, পাবলিক রিলেশন অফিসার আবু নাসের সিদ্দিক তুহিন, শরিফুল ইসলাম, এছাড়াও সাকিব, মুনমুন, গুলশানারা,আহসান প্রমুখ।
অন্যদিকে গত ২ মার্চ রংপুর সিটি করপোরেশন এলাকার ৩০ নং ওয়ার্ড এর সাতমাথা প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতি রংপুরের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ সরকার এর উদ্যোগে খাসবাগ মিল্ক ভিটা চত্বরে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
উক্ত আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন,প্রোগ্রাম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, সহকারি ব্যবস্থাপক নূরুন্নবী, পাবলিক রিলেশন অফিসার আবু নাসের সিদ্দিক তুহিন,শরিফুল ইসলাম,জাহিদ হাসান সাকিব,সাব্বির হোসেন,ফারহানা আক্তার, গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতির সহসভাপতি আব্দুল লতিফ সরকার,সমাজকল্যাণ ও সাস্থ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, প্রচার সম্পাদক আব্দুল আজিজ সরকার , ও সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সরকার,সাংগঠনিক সম্পাদক সিকেন্দার আলী প্রমুখ।
এছাড়াও গত ১৩ ফেব্রুয়ারি ৩১ নং ওয়ার্ডের ধর্মদাস মসজিদ পাড়ার শাহীন বেগ এর সহযোগিতায় আব্দুল মজিদ দারুত তাকওয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে, গত ১৭ নং ওয়ার্ড এর কেরানী পাড়াস্থ নাসিরাবাদ আকরামিয়া মসজিদে, গত ২১ ফেব্রুয়ারি টাউন হল চত্বরে জেলা প্রসাশনের সহযোগিতায়, ২৩ ফেব্রুয়ারি ৯ নং ওয়ার্ড এর বাহারকাছনা এলাকার রাম গোবিন্দ কমিউনিটি ক্লিনিক ও গ্রাম বিকাশ কেন্দ্রের সহযোগিতায়, ২৫ ফেব্রুয়ারি ১৭ নং ওয়ার্ড এর টেক্সটাইল মোড় সংলগ্ন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে, এবং ১৭ নং ওয়ার্ড এর পার্বতীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *