January 3, 2025, 5:14 am
কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধিঃ- নওগাঁয় এডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল এগারো টায় শহরের পার-নওগাঁ জেলা কার্যালয়ে ওয়েব ফাইন্ডেশন এর আয়োজনে এ ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এডভোকেসি নেটওয়ার্ক নওগাঁ জেলা শাখার সভাপতি পারভীন আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েব ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসেলেটর মানুয়েল টুডু। এসিস্ট্যান্ট ডিভিশনাল ফ্যাসেলেটর সুদীপ কুমার ঘোষ, সহযোগী ট্রেইনার আমিনুল ইসলাম বেলাল, আত্রাই উপজেলা ওয়েব ফাউন্ডেশনের সভাপতি মিতুমনি, সাধারণ সম্পাদক সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগর, রাণী নগর উপজেলা ওয়েব ফাউন্ডেশন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ছাইফুল ইসলাম, সদর উপজেলা কমিটির সদস্য মর্জ্জিনা বেগমসহ নওগাঁ জেলার ওয়েব ফাউন্ডেশন এগারো টি উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন। এসময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহন প্রকল্পের এডভোকেসি নেটওয়ার্ক এর মানিবাধিকার,গনতন্ত্র,সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ে আলোচনা করা হয়।#
একেএম কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা বিশেষপ্রতিনিধি