ক্ষেতলালে সেনাবাহিনী নির্মিত আশ্রয়ন প্রকল্পের ব্যরাক হস্তান্তর

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ভুমিহীন গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন-২ প্রকল্পের সেমি পাকা ৫০ টি গৃহের কাজ সমাপ্ত করে আনুষ্ঠানিক ভাবে চাবি হস্তান্তর করা হয়েছে।
সোমবার ২৭ ফেব্রুয়ারি বেলা ১২টায় উপজেলার মির্জাপুর মৌজার ফেরসা নামক স্থানে নির্মিত আশ্রয়ন-২ প্রকল্পে এসব ঘরের চাবি উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করেন সেনাবাহিনীর লেপ্টেন কর্নেল মাহফুজ।
সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না‘। আশ্রয়ন প্রকল্পগুলো সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় নির্মান কাজ সমাপ্ত করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনকে সহায়তার লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন উপজেলার মামুদপুর ইউনিয়নের মির্জাপুর মৌজার ফেসরা আশ্রয়ন-২ প্রকল্পের ৫টি ইউনিট বিশিষ্ট ১০টি সেমি পাকা ব্যারাক হাউজ নির্মান শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আনষ্ঠানিক ভাবে আশ্রয়নের চাবী হস্তান্তর করেন লেপ্টেন কর্নেল মাহফুজ ।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, এ আশ্রয়নের ব্যরাক হাউজ গুলোতে ৫০টি গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় ১১ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মুমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামিম, সাংবাদিক শসহিদুল ইসলাম সবুজ, হাসান আলী, নজরুল ইসলাম আকন্দ,আখতারুজ্জামান তালুকদার, সাংবাদিক হারুন-অর-রশিদ, ও এস এম মিলন, আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *