ফুলবাড়িয়ায় কালাদহ প্রভাতী উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
‘এসো সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত জীবন গড়ি’-এই ¯স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ২৭ ফেব্রুয়ারি (সোমবার) কালাহদ প্রভাতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম মোহাম্মদ আকতারুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম।
প্রধান অতিথি বক্তব্য বলেন, দৈহিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা এমন একটি বিষয় যা মানুষকে জয়-পরাজয়ের মানসিকতা শিক্ষা দেয়। শরীর গঠনে খেলাধুলার গুরুত্ব, মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দূরে থাকতে খেলাধুলার ভূমিকাসহ শেখ হাসিনা সরকারের ক্রীড়া নিয়ে নানাবিধ পরিকল্পনা, বিভিন্ন প্রকল্পের দৃশ্যমান বাস্তবায়ন নিয়ে আলোকপাত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, কালাদহ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অত্র বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকমন্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *