January 2, 2025, 5:31 pm
মোঃ খাইরুল ইসলাম মুন্না (বেতাগী বরগুনা)
এ উপলক্ষে বেতাগী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা নাগাদ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১ মিনিট নীরবতা পালন, দোয়া মোনাজাত, বঙ্গবন্ধু মোরালে পুষ্পস্তবক অর্পণ ও র্যালী প্রদর্শন করা হয়।
বেতাগী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারুল আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বেতাগী উপজেলা সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবির এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।
বেতাগী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেল পরিষদ সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পন্না, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, কাউন্সিলর রোফেজা আক্তার রুজি প্রমুখ।