January 15, 2025, 4:02 am
পূবাইল গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ এক মাদক কারবারীকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সোমবার ভোর রাতে পূবাইল থানার কর্মরত এসআই (নিঃ) শিবলু মিয়া নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নিঃ) আতোয়ার হোসেন ও তফসির আহমদ দের কে নিয়ে পূবাইল থানাধীন কামারগাঁও সাকিনস্থ তুরাগ পাম্প হতে মিরের বাজার গামী ফ্লাইওভারের পার্শ্বে জনৈক আলম এর ড্রামের গোডাউনের সামনে পাকা রাস্তা হইতে চলন্ত প্রাইভেটকারকে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি করে প্রাইভেটকার হতে ৫০ কেজি গাঁজাসহ মানিক মিয়া (৩৫) নামের এক মাদক কারবারি কে আটক করে পূবাইল থানা পুলিশ।গাঁজার অবৈধ বাজার মূল্য অনুমান ১০,০০০,০০/-(দশ লক্ষ) টাকা এবং ০১টি টয়োটা করোলা প্রাইভেট কার, যার রেজি নং-ঢাকা মেট্রো-গ-১৪-২৩৮২,মূল্য অনুমান ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা এবং তার পকেট হতে নগদ ৫৫০/-(পাঁশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারি হল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হাপতার হাওড় গ্রামের মৃত ক্বারী সাদিকুর রহমান এর পুত্র মানিক মিয়া (৩৫) আটককৃত ব্যক্তির বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুুতি চলছে।এছাড়া মাদকের বিরুদ্ধে থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।