বি এম মনির হোসেনঃ-
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি রোববার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বড় বাশাইল গ্রামের মোঃ শামিম শিকদার সহ বিভিন্ন খামারীগনের গৃহপালিত পশু-পাখি প্রদর্শনী শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান তরফদার, ডাঃ রাফিউল নাঈম, মোঃ মনির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক বিকাশ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা,উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমাসহ প্রমুখ। প্রদর্শনীতে ১০টি স্টলে বিভিন্ন খামারীগনের গৃহপালিত পশু-পাখিসহ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply