January 15, 2025, 11:14 am
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাট জেলা বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশ বেশ কিছু নেতাকর্মীদের আটক করে। পরে তাদের এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ ৪৮ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৩০/৪০ জন কে আসামী করে বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করে। রামপাল উপজেলা বিএনপি মামলাটি ভুয়া ও গায়েবী মামলা দাবী করে অবিলম্বে তা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন, রামপাল উপজেলা বিএনপি নেতা মোস্তফা কামাল পাটোয়ারী (হালিম ), কাজী জাহিদুল ইসলাম, ইজারাদার মহাসিন হোসেন, আছাদুজ্জামান, ফকির শাহাদাৎ হোসেন, আলতাপ হোসেন বাবু, মোতাহার হোসেন, লুৎফর রহমান মোড়ল, আলহাজ্ব ইমতিয়াজ আহমেদ, শেখ ফিরোজ কবির, মাহাতাব মোড়ল, হাওলাদার কামরুজ্জামান মন্জু, জিল্লুর রহমান, কামাল হোসেন, আজাহার হোসেন টুকু, খলিলুর রহমান, এনামুল হক প্রিন্স, এস, এম আব্দুল্লাহ, মুজিবুর রহমান জোয়াদ্দার, নুরুল্লাহ খোকন, মল্লিক সিরাজুল ইসলাম, আকবর হোসেন আকো, মোল্যা ফারুক হোসেন টিটু, মাহাফুজূর রহমান পিটু, কামরুজ্জামান বাদশা, মোল্যা কামরুজ্জামান বাবু, বদিউজ্জামান মিনা, মাহাফুজুর রহমান সিক, মল্লিক দেলোয়ার হোসেন, লোকমান সেখ, ডাঃ মাজেদ আলী, হাওলাদার মুজিবুর রহমান বাবুল, ফকির আবু জাফর, সরদার ফরিদ উদ্দিন, ফকির মাহমুদ আলী, আমিরুল ইসলাম কুটি, জাফর ইকবাল, আক্কাছ আলী, ইবনে সৌদ লস্কর (এবে), মোল্যা দেলোয়ার হোসেন, গাউছ শেখ, মুজিবুর রহমান, জাহিদুর রহমান, যুবনেতা আলমগীর কবির বাচ্চু, মাসুদুর রহমান পিয়াল, কৃষক নেতা শেখ আব্বাস আলী মেম্বার, শ্রমিক নেতা হাবিবুর রহমান, মারুফুজ্জামান, মৎস্যজীবি দলের মোঃ লিয়াকত হোসেন, শেখ সাঈদুর রহমান, স্বেচ্ছাসেবক নেতা কাজী ওজিয়ার রহমান, তরফদার মোতালেব হোসেন, তাতীদল নেতা সরদার বাকিবিল্লাহ, ছাত্রনেতা মোল্যা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জেল হোসেন বাদল, পল্লব হোসেন রাজু প্রমুখ।#