না ফেরার দেশে চলে গেলেন সাদা মনের মানুষ মুন্সি আব্দুস ছামাদ প্রামানিক

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়নের রামপুর গ্রামের সাদা মনের মানুষ মুন্সি আব্দুস ছামাদ প্রামানিক (৮০)আর নেই ।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
সে রামপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত ছিদ্দীক প্রামানিকের ছেলে। তিনি ছয় ছেলে এবং এক মেয়ে সন্তানের জনক। জানা যায়, শনিবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যার সময় এক আত্নীয়র বাড়ী থেকে নিজ বাড়ি ফেরার সময় পথিমধ্যে উপজেলার আড়িয়া বাজার নামক স্হানে সিএনজির সাথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়। মরহুমের জানাযা নামাজ রবিবার বিকেল ৫ ঘটিকায় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় । তার জানাযা নামাজে প্রায় সহস্রাধিক মুসুল্লি উপস্থিত ছিলেন । এবিষয়ে আমরুল ক্ষুদ্র কল্যাণ সংগঠনের ক্রীড়া সম্পাদক শিক্ষক সোহেল রানা হেলাল বলেন, আমাদের গ্রামের কেউ মারা গেলে মুন্সি আব্দুস ছামাদ নানা তার বাড়িতে যেতেন, মাঝেমধ্যেই তাদের পরিবারের লোকজনের খোঁজ খবর নিতেন, নামাজের জন্য তাগিদ দিতেন আর ধৈর্যধরার জন্য নানা ধরনের বুঝ দান করতেন । তিনি একজন নামাজী,পরহেজগার মানুষ ছিলেন, সবার সাথে তিনি ভালো ব্যবহার করতেন, তাছাড়া উনি একজন তাবলীগ জামাতের সক্রীয় সদস্য ছিলেন, মানুষকে কোরআন শিক্ষা দিতেন এবং উপজেলার বিভিন্ন মসজিদে খন্ডকালীন দাওয়াতের মেহমান হিসেবে ইমামতি করতেন বিনা পয়সায়। সর্বোপরি তিনি একজন ভালো মানুষ ছিলেন, মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আমিন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *