January 15, 2025, 7:48 am
নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে নবীন বরণ,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।ছাব্বিশ ফেব্রুয়ারী সকালে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজে এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল হক এর সভাপতিত্বে নওগাঁ-ছয় আত্রাই- রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক,বিশেষ অতিথি আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদ আক্কাছ আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সাংগঠনিক সম্পাক ফজলে রাব্বী জুয়েল প্রমূখ।উল্লেখ্য নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছার পর বার্ষিক ক্রীড়া প্রতিযোতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
রওশন আরা পারভীন শিলা
নওগাঁ জেলা প্রতিনিধি।