নলছিটিতে বিতর্কিত সিলেবাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক।

ঝালকাঠির নলছিটিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪ ফেব্রুয়ারী) বিকেলে নলছিটি বিজয় উল্লাস চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস,সাধারন সম্পাদক মাওলানা মো. মাইনুল ইসলাম,যুব আন্দোলনের সভাপতি আব্দুল কাদের,ছাত্র আন্দোলনের সভাপতি ইসা আল মারুফ প্রমুখ।
বক্তারা বিতর্কিত সিলেবাস বাতিল ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের জোর দাবি জানান। তারা বলেন,সাধারন জনগন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে অসহায় হয়ে পরেছে। আপনারা বির্তকিত সিলেবাস বাতিল করুন এবং দ্রব্যমূল্যের দাম কমান অন্যথায় ক্ষমতা ছেড়ে দিন যারা পারে তারা দেশ চালাবে আপনাদের দরকার নাই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *