January 15, 2025, 7:42 am
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কবি সাফিউল ইসলাম এর লেখা কাব্যগ্রন্থ বাঙ্গালী জাতির পিতা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
২২ (ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল সকাল ১০টার সময় জয়পুরহাট চিনিকল ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এপার বাংলা ওপার বাংলা মানবাধিকার ও নদীময় কবিতা উৎসব অনুষ্ঠানে কবি সাফিউল ইসলাম এর লেখা কাব্যগ্রন্থ বাঙ্গালী জাতির পিতা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কে. এ. এম. মামুন চিশতী, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক, বঙ্গরত্ন বালুরঘাট ভারত এর বিশ্বনাথ লাহা, কবি ও সমাজ সেবক সুরুজ দাস, জয়পুরহাট লেখক ফোরাম এর সভাপতি কবি আহমেদ মকবুল মুকুলসহ দুই বাংলার অনেক গুণীজন।
জানা গেছে, কবি সাফিউল ইসলাম ১৯৯৪ সালের ১০ (অক্টোবর) জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রামে শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সানাউল ইসলাম ও মাতা বুলবুলি বিবি।
দীর্ঘদিন ধরে অল্প বয়সী তরুণ এই কবি বিভিন্ন কাব্যগ্রন্থ লিখে আসছেন। তার লেখা প্রকাশিত যৌথকাব্য গ্রন্থ গুলোর মধ্যে উল্লেখ যোগ্য- প্রতিভার উন্মেষ, স্বপ্নের স্বাধীনতা, সাদা মেঘে উড়াই মৌনতা, সময়ের সুর-২ কোথাও কেউ নেই, কলতান( ডিজিটাল কাব্যগ্রন্থ), বসন্ত রাঙ্গা মন, স্বপ্নের ফেরিওয়ালা,
কবির আর একটি আলোচিত একক কাব্যগ্রন্থ
“উন্নয়ন মাতা শেখ হাসিনা”( প্রকাশকাল-অমর একুশে বইমেলা-২০২২) বাঙ্গালী জাতির পিতা কবির প্রকাশিত দ্বিতীয় একক কাব্যগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন সময়ের সুর প্রকাশনীর প্রকাশক ফাতেমাতুন নুর।
এসব কাব্যগ্রন্থ লিখে কবি সাফিউল ইসলাম ইতিমধ্যে বিভিন্ন সাহিত্য পরিষদ থেকে সম্মাননা স্বারক ও সনদ অর্জন করেছেন, বঙ্গকথা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে “স্টার এ্যওয়ার্ড-২০২২” পেয়েছেন, কবি প্রতিভার উন্মেষ কবি সম্মাননা-২০২১ অর্জন করেছেন।
মাসিক চিরকুটে সাহিত্য পত্রিকা কবিকে “মহাকবি কায়কোবাদ সাহিত্য পদক-২০২২” প্রদান করেছেন। ডাকবাংলা সাহিত্য একাডেমি থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি পদকসহ একাধিক পদক লাভ করেছেন।
উদীয়মান তরুণ এই কবির লেখা ইতিমধ্যেই পাঠককে মুগ্ধ করেছে।