January 15, 2025, 7:53 am
আরিফ রববানী ময়মনসিংহ
আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষ্যে ময়মনসিংহে বিভাগীয় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারী) বিকালে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরসহ বিভাগের এই ৪ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে নগরীর টাউনহল তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সভা হয়।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগৃ মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এছাড়া অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মীর্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং। সভায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলপুর থেকে নির্বাচিত এমপি শরীফ আহমেদ, মুক্তাগাছা থেকে নির্বাচিত এমপি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক, গৌরীপুরের এমপি নাজিম উদ্দীন আহমেদ, ত্রিশালের এমপি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, গফরগাঁও থেকে নির্বাচিত এমপি ফাহমি গোলন্দাজ বাবেল, ভালুকার এমপি কাজিম উদ্দিন ধনু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনিসহ বাংলাদেশ আওয়ামী লীগ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন উপজেলা পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।