মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলায় নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তাহের সর্দার (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যুতায়িত হয়ে নারিকেল গাছের মাথায় তার মরদেহ আটকে ছিল।
জানাযায়, উপজেলার আব্দুল্লাহপুর ৯ নং ওয়ার্ডের কাজল আহাম্মদ সর্দারের বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। আবু তাহের সর্দার আব্দুল্লাহপুর ইউনিয়নের মৃত মোতালেব সর্দারের ছেলে।
আবু তাহের সর্দারের স্বজনরা জানান, বাড়ির নারিকেল গাছের পাতা কাটতে ওঠেন আবু তাহের সর্দার। এ সময় পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সাথে জড়িয়ে জান আবু তাহের এতে তার মৃত্যু হয়। মৃত্যুর পর নারিকেল গাছে ঝুলতে ছিল তার মরদেহ।
খবর পেয়ে আব্দুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ প্রিন্স ও পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আবু তাহের সর্দারের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে চরফ্যাশন থানার ওসি মোঃ মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply