January 2, 2025, 10:43 pm
সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগরে এক অজ্ঞাতনামা
মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
থানা পুলিশ জানায়, মধ্যনগর থানার উওর বংশীকুন্ডা ইউনিয়নের রুপনগর গ্রামের সামনে থেকে ৮০ বছর বয়সী এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ দেখতে পায় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ দুপুরে পর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মধ্যনগর থানার ওসি মো. মো. জাহিদুল হক জানান,
ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তবে তিনি তার পরিচয় জানাতে পারেননি।