পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘাতক ট্রাকের ধাক্কায় ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ নিহত

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘাতক ট্রাকের ধাক্কায় উজ্জল হোসেন মামুন(৩৩) নামে একজন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুড়মারি চৌরাস্তা নামক এলাকার প গড়-তেঁতুলিয়া মহাসড়কে এই ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি রাজশাহী জেলার চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বরকতপুর জোটকাটপি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি রেনেটা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে তেঁতুলিয়ায় কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত উজ্জল প্রায় ৫/৭বছর ধরে তেঁতুলিয়ায় কর্মরত থাকাকালীন উপজেলার সদর ইউনিয়নের মোমিনপাড়ায় বাসাভাড়া নিয়ে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে বসবাস করে আসছিলেন। মঙ্গলবার সকালে ওষুধ কোম্পানির মিটিংয়ে যোগ দিতে তেঁতুলিয়া থেকে দিনাজপুরে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় দেবনগড় ইউনিয়নের মাগুড়মারি চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেঁতুলিয়া গামী একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও একটি ব্যাগ পাওয়া গেছে তা আমাদের হেফাজতে আছে। ট্রাকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো ট্রাকটি ধরা পড়েনি তবে ট্রাক ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *