January 2, 2025, 8:36 pm
মোঃ রাসেল সরকার//
রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে জাহিদ (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। জাহিদ নীলফামারী জলঢাকা উপজেলার দেশিবাড়ি এলাকার মো. শফিকের ছেলে, পেশায় তিনি ছিলেন রাজমিস্ত্রী।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন জানান, খিলগাঁও সি-ব্লক পল্লীমা সংসদ সংলগ্ন মেইন রোডের একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রীর কাজ করছিলেন জাহিদ।
তিনি ১০ তলা ভবনের সাত তলায় নিচ থেকে রুপসের মাধ্যমে মালামাল তুলছিলেন। এ সময় তিনি ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে