January 15, 2025, 12:50 pm
মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ২০২৩ মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ হাইকমিশনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়, অতঃপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান, মোহাম্মদ জসিম উদ্দিন ও বার্তা বাহক আবু রায়হান। দিনটির তাৎপর্য ও গুরুত্ব ব্যাখ্যা করে হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) ও দূতালয় প্রধান মো: সোহেল পারভেজ স্বাগত বক্তব্য প্রদান করেন।
অতঃপর প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন মালদ্বীপ আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাতবর ও বিশিষ্ট চিকিৎসক মোক্তার আলী লস্কর, এবং দিবসটি উপলক্ষ্যে নির্মিত একটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মান্যবর হাইকমিশনার তাঁর মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন, তিনি তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর ভাষা সৈনিকদের। তিনি মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাভাষার মর্যাদা বৃদ্ধি এবং মাতৃভাষা সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। এছাড়াও তিনি বাংলাদেশের ভবিষ্যত প্রজন্মের জন্য ভাষা আন্দোলনের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্মে উল্লেখ করেন। ২১শের চেতনাকে ধারন পূর্বক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য সবাইকে একযোগে কাজ করতে তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে ভাষা আন্দোলনের উপর লিখিত দুটি কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ ময়নাল হোসেন ও মোহাম্মদ শরিফুল ইসলাম, অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে প্রবাসী বাংলাদেশী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।