তারাকান্দায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে প্রশাসন

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে তারাকান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর নেতৃত্বে অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, আবুল কাসেম,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগম প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *