January 2, 2025, 8:34 pm
মোঃ আজিজুল ইসলাম
সাতক্ষীরায় শুটারগান ও এক রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী হলেন সদরের বৈকারী এলাকার মৃত আব্দুল আজিজ শেখ এর ছেলে মোঃ মহিউদ্দীন শেখ(৩০)। রবিবার দিবাগত রাতে সাতক্ষীরা সদরের বৈকারী ক্লাবমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মোঃ শাহজালাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় বৈকারী এলাকায় অভিযান চালিয়ে ওই অস্ত্র ব্যবসায়ীকে ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ আটক করে।
এ সংক্রান্তে থানায় অস্ত্র আইনে আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।