January 15, 2025, 3:58 am
নিতিশ চন্দ্র বর্মন স্টাফ রিপোর্টার: ঢাকায় পঞ্চগড় জেলা সমিত বার্ষিক বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
পঞ্চগড় জেলা সমিত, ঢাকা এর আয়োজনে গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বনভোজন-২০২৩ সাভার মিলিটারী ফার্ম বনরূপা-১ এ অনুষ্ঠিত হয়। জাকজমকপূর্ণ বনভোজন অনুষ্ঠানে এক হাজারের অধিক ঢাকায় অবস্থানরত পঞ্চগড় জেলাবাসী অংশগ্রগণ করে। অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারী ড্র অনুষ্ঠিত। আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় -১ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব মজাহারুল হক প্রধান, সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা জনাব নাজমুল হক প্রধান, সাবেক সংসদ সদস্য রিনা পারভিন, বাংলাদেশ আওয়ামীলীগ পঞ্চগড় জেলা শাখার সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদ চেয়ারম্যান জনাব হান্নান শেখ, কেন্দ্রীয় জাসদের যুগ্ন সম্পাদক ও পঞ্চগড় জেলা জাসদের সভাপতি অধ্যাপক এমরান আল- আমীন এবং বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্রনেতা সাদ্দাম হোসেন। আগত অতিথি,সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, পঞ্চগড় জেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মিলন মেলা হিসাবে রুপ নেয়। পঞ্চগড় জেলাবাসী দিনব্যাপী এই বনভোজন অনুষ্ঠান উপভোগ করেন। এই সময় বনভোজন অনুষ্ঠানে যারা আর্থিক ও বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন তাদের সকলকে পঞ্চগড় জেলা সমিতি, সভাপতি/সম্পাদক ধ্যনবাদ জানিয়ে বনভোজন অনুষ্ঠান শেষ হয় ।