আরিফ রববানী ময়মনসিংহ।
ময়মনসিংহে দেশবিরোধী বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে ময়মনসিংহে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯শে ফেব্রুয়ারী) বিকালে ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি নগরীর টাউন হল মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে
একত্রিত হয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা।
সমাবেশে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক বলেন-অতীতে বিএনপি জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্রের মহড়া,জনগণ ও পুলিশের উপর হামলা করেছে। এবার আর তা করতে দেওয়া হবে না। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা আওয়ামী যুবলীগ এর নেতাকর্মীরা সতর্ক আছে। তাদের যে কোন নৈরাজ্য আর প্রতিহত করা হবে।
শুরুতেই বিশাল মটর সাইকেল রেলী নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ হয়।
এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলার মুক্তিকামী, দেশপ্রেমী জনতার পাশে পবিত্র দায়িত্ব হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা দাঁড়িয়েছে। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র, সকল চক্রান্তকে রুখে দেয়ার লক্ষ্যে ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা আওয়ামী যুবলীগ ঐক্যবদ্ধ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ দেশের আরও উন্নয়ন করতে হলে আবারও আওয়ামী লীগ সরকার দরকার। কিন্তু বিএনপি-জামায়াত এ দেশকে পিছিয়ে ফেলতে চাচ্ছে। এজন্য তারা দেশে নৈরাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করছে। বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে যুবলীগ সব সময় রাজপথে ছিলো আগামীতেও থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্যানেল মেয়র শামীমা আক্তার ও ময়মনসিংহ জেলা মহিলা যুবলীগের সাধারন সম্পাদক স্বপ্না খন্দকার।উল্লেখ্য ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে যুবলীগ নেতাকর্মীরা মিছিলে অংশ গ্রহণ করে।
আজকের এই সমাবেশে আমরা বাংলার যুবসমাজ ও বাংলার মানুষের কাছে বলতে চাই, বিএনপি-জামাত একটি জঙ্গি ওসন্ত্রাসী সংগঠন। তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের পৃষ্ঠপোষক। বাংলা ভাই, আব্দুর রহমানের মত জঙ্গি সৃষ্টিকারী, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলাকারী, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ নানা অপকর্মে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল বিএনপি-জামাত। সেই বিএনপি-জামাত আজকে নতুন করে বাংলাদেশকে আবারো বিশ্বের বুকে প্রশ্নবিদ্ধ করতে জঙ্গি হামলার চক্রান্ত করছে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে বাধাগ্রস্ত করছে।

Leave a Reply