লক্ষ্মীপুরে ৩ লাখ শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

নাজিম উদ্দিন রানাঃলক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলা প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন “এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মুজিব বর্ষে স্বাস্থ্য খাত এগিয়ে যাবে অনেক ধাপ এ স্লোাগান নিয়ে আগামীকাল সোমবার দিনব্যাপী এ কার্যক্রম চলবে। রোববার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সাংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদারসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মীরা।
সাংবাদ সম্মেলনে জানানো হয়, বছরে দু’বার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা হয়। এবার জেলার ৩ লাখ ৯২৫ জন শিশুকে ভিটামিন “এ” প্ল­াস ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলায় মোট ১৪৮০ কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩৩ হাজার ৯৯ শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৬৭ হাজার ৮২৬ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এরমধ্যে সদর উপজেলায় ১ লাখ ১১ হাজার ৫০০, লক্ষ্মীপুর পৌরসভায় ২ হাজার ৩০০, রায়পুরে ৪৩ হাজার ২০৭, রামগঞ্জে ৪৪ হাজার ৭৭১, রামগতিতে ৪৭ হাজার ৫০০ ও কমলনগরে ১৭ হাজার ৩০০ শিশু এ ক্যাপসুল পাবে।
ক্যাপসুল খাওয়ানোর কাজে ২২২ জন স্বাস্থ্য সহকারী, ২১৬ জন এফ ডব্লিউ এ সদস্য, ১৭০ জন সিএইচসিপি সদস্য, ২৯৬০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। ১৮৪ জন সুপারভাইজার এ ক্যাম্পইনের দায়িত্বে থাকবেন।
সিভিল সার্জন বলেন, ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ কমায়, অন্ধত্ব দূর করে। এজন্য শিশুদেরকে বাড়ির পাশের কেন্দ্রে গিয়ে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়াতে হবে। তবে অসুস্থ শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবেনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *