January 15, 2025, 11:34 am
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
মুক্তবিহঙ্গ আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক মঞ্চ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় খবংপড়িয়া রিভার ভিউ নামক একটি পর্যটন স্পটে সারাদিন ব্যাপি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মুক্তবিহঙ্গ মুক্তচিন্তার আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক মঞ্চ এর প্রধান সমণ্বয়ক মুর্তজা পলাশ,আন্তর্জাতিক কমিটির সভাপতিমন্ডলির সদস্য ও বাংলাদেশ বেতারের শিল্পী আবুল কাশেম,মুক্তবিহঙ্গ খাগড়াছড়ি শাখার নেতৃবৃন্দ আবদুর রহমান,ডাঃশহিদুল্লাহ,
মোঃজাফর উল্যা, নিয়ন মারমা,নুরুল ইসলাম (টুকু),মিঠুন সাহাসহ প্রমুখ।
এতে সারাদিন ব্যাপি গান,আবৃত্তি ও বিভিন্ন খেলা অনুষ্ঠিত হওয়ার মধ্যে দিয়ে বনভোজন এর সমাপ্তি হয়।।