ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে চাকুরী দেওয়ার নামে ১ ভন্ড প্রতারক ডিবি পুলিশের হাতে আটক

গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত অনুমান ২২.৩০ ঘটিকায় বালিয়াডাঙ্গী উপজেলার ৮ নং- বড়বাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ মহির উদ্দীনের ছেলে মোঃ সোলেমান আলী (৩৩) বালিয়াডাঙ্গী উপজেলা অফিসের মূল গেইট সংলগ্ন মেসার্স সোলেমান ট্রেডার্স সার ও কীটনাশক এর দোকানের ভিতরে দখল হইতে বিভিন্ন নামে স্বাক্ষরিত ১৯টি(ঊনিশ)টি ১০০/- টাকা মূল্যমানের ফাঁকা স্ট্যাম্প, ০১(এক)টি ৫০/-টাকা মূল্যমানের ফাঁকা স্ট্যাম্প মোট (১৯+০১)=২০(বিশ)টি ও বিভিন্ন নামে স্বাক্ষরিত ১৭(সতের)টি চেকের পাতা , দুটি মোবাইল ফোন সহ উদ্ধার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।এবং আসন্ন ঠাকুরগাঁও জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে লোক নিয়োগ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভন্ন অফিস ও অধিদপ্তরে চাকুরী পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে কাজ কারবার চালিয়ে যেত।অসৎ ভাবে চাকুরী দেওয়ার নামে চাকুরী প্রত্যাশী গনের নিকট হইতে বিভিন্ন নামে স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক গ্রহণ করে চাকুরী প্রত্যাশীদের সঙ্গে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারনার চেষ্টা করিয়া চলতো।বিষয়টি তদন্ত অব্যাহত রহিয়াছে।তবে এ বিষয়ে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *