এস মিজানুল ইসলাম, বানারীপাড়া সংবাদদাতা।। শুক্রবার ১৭ ফেব্রুয়ারি দিন ব্যাপী বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় মেলবন্ধন -২০২৩ সকিল ১০ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশন প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সেতু মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন, পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সাইফুদ্দিন। অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য মোঃ আনিসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেস্টা ক্যাপ্টেন (অব:) আব্দুল জব্বার, সংগঠনের সম্পাদক পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক মো. মাসুদুর রহমান বিপিএম প্রমূখ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু, অধ্যাপক জাকির হোসেন, আশরাফুল সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন সরদার, মোঃ নুরুল হুদা, তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম প্রমুখ।
আলোচনার পুর্বে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর, র্যালী, ও বেলুন উড্ডয়ন করা হয়। এছাড়া প্রধান ও বিশেষ অতিথিদের সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়।
বিকেলের অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, বিশেষ অতিথি পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম প্রমূখ।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংসদ সদস্য বাউল শিল্পী মমতাজ বেগম।
Leave a Reply