August 31, 2025, 11:08 am
বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের গ্রামবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম দিনের অনুষ্ঠান আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল নয়টায় আনন্দ ঘেরা সু- শৃঙ্খল পরিবেশে বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মো: আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠান মালায় প্রধান অতিথি করা হয়েছে বরিশাল – ৩ মুলাদি- বাবুগঞ্জ এর জাতীয় পার্টির সংসদ সদস্য আলহাজ্ব মো: গোলাম কিবরিয়া টিপু।
এ অনষ্টানে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছে বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: এমদাদুল হক মিলন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইকবাল হোসেন আজাদ। জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান মো: কামরুল আহসান হিমু রহমাতপুর ইউনিয়ন চেয়ারম্যান আক্তারউজ্জামান মিলন,জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: ইউসুফ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বাদল বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ জোবায়দা আক্তার একাডেমিক সুপার ভাইজার ইসনাত জাহান প্রমুখ।