January 15, 2025, 8:06 am
মোঃতরিকুল ইসলাম তরুণ (কুমিল্লা) প্রতিনিধি :
জাতীয় দৈনিক ভোরের কাগজ গত বুধবার ৩২ বছরে পা রেখেছে। ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা (উওর) জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোরের কাগজের ৩২তম বর্ষে পদার্পণ ও ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ সময় ভোরের কাগজের কুমিল্লা জেলার প্রতিনিধি জানে আলম মজুমদার দুলালের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে মুরাদনগর উপজেলা প্রতিনিধি রায়হান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা (উওর) জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুণ, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আজিজুর রহমান রনি,
মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময়’র প্রতিনিধি এন এ মুরাদ, জাতীয় সাংবাদিক সংস্থার মুরাদনগর শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সরেজমিন পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি হাফেজ নজরুল, দৈনিক সময়ের ধারা পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম শাহিন, দৈনিক ভোরের কথা পত্রিকার মুরাদনগর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক নতুন দিন পত্রিকার প্রতিনিধি মাসুম, কোম্পানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাসেল সরকার। সম্মানিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
মুক্ত গণ মাধ্যম চর্চায় প্রযুক্তির বিচরণে পত্রিকার চেলেঞ্জিং প্রতিযোগিতায় গণমাধ্যমে সাংবাদিকতা ও প্রিন্ট পত্রিকা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে আলোচনা সভায় বক্তারা বক্তব্য রাখেন। এসময় বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল জাতীয় দৈনিক ভোরের কাগজের পথচলা। সেই চেতনা লালন করে আজো অবিচল সংগ্রাম করছে ভোরের কাগজ পত্রিকাটি। নানা অন্যায়-অবিচারের সঙ্গে আপসহীন অবস্থান ও দেশের স্বার্থ এবং শান্তি সমৃদ্ধির পক্ষে সুদৃঢ় অবস্থানের কারণে পাঠকের কাছে ভোরের কাগজ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এখনো আলাদা সম্মান ও গুরুত্বের স্থানে রয়েছে।
ভোরের কাগজের দীর্ঘ পথচলায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের গুরুত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেন পাঠক ও উপস্থিত অতিথিরা। পরে আলোচনা সভা শেষে কেক কেটে উৎসবে মিলিত হন ভোরের কাগজের পাঠক ও সাংবাদিকসহ অতিথি বৃন্দ।