কেশবপুরে পল্লী বিদ্যুৎ সমিতির নর্ব-নির্বাচিত পরিচালকের দায়িত্ব গ্রহন করলেন আব্দুল্লাহ আল ফুয়াদ

কেশবপুর প্রতিনিধিঃ যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩ নং কেশবপুর এলাকার নবনির্বাচিত পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ দায়িত্ব গ্রহন করেছেন। ১৬ফেব্রুয়ারী যশোর পল্লী বিদ্যুত সমিতি-২ এ সদর দপ্তরে ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত পরিচালকের গেজেট প্রকাশ করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব এম এস রাম কুমার ঘোষ। এরপর সমিতি বোর্ডের মিটিংয়ে নবনির্বাচিত পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদসহ অন্যান্য পরিচালকদের শপথ গ্রহন করিয়ে আনুষ্ঠানিকভাবে পরিচালকের দায়িত্ব অর্পন করা হয়। গত ২৪ জানুয়ারি পল্লী বিদ্যুৎ কেশবপুর এলাকার পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওই দিন সকালে ৪০তম বার্ষিক সাধারণ সভা শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে নিয়ে অনুষ্ঠিত হয়েছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি রওশান আলীর সভাপতিত্বে ও বিদ্যুৎ কর্মকর্তা আসমা খাতুন ও শৈলেন্দ্র নাথ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মনোহর কুমার বিশ্বাস, সমিতির সহসভাপতি খুরশিদ আলম, কোষাধ্যক্ষ আজিজুর রহমান, সচিব এনামুল হাসান, পরিচালক সৈয়দ ওয়াহিদুল হাসান, পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, দুলু রানী ঘোষ প্রমূখ।
উল্লেখ্য, ১৯৮১ সালের ২ ফেব্রুয়ারী যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মণিরামপুরে প্রতিষ্ঠিত হয়। যশোর, নড়াইল ও খুলনা জেলার ৭টি উপজেলার ৮৪টি ইউনিয়নের ১২৩৫টি গ্রাম এর আওতাভুক্ত, যা বর্তমানে শতভাগ বিদ্যুতায়িত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *