নাগরপুরে অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প বীরনিবাস উদ্বোধন

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল নাগরপুরে উপজেলায় অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের ১৮ টি বীর নিবাস এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ওয়াহিদুজ্জামান। এসময় অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের (মহিলা) ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা সহকারী প্রোগ্রামার হাবিবুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন ছানাসহ অসচ্ছল মুক্তিযোদ্ধাগন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকি বলেন, ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপজেলার ১২ টি ইউনিয়নে ৫৪টি বীর নিবাস মধ্যে ১৮টি হস্তান্তর করা হয়েছে এবং ৩৬টি নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রতিটি ঘরের আয়তন ৭৩২ বর্গফুট। প্রতিটি একতলা ঘরের নির্মাণের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কথা ভেবে তাদের জন্য পাকা ঘর নির্মাণ প্রকল্প গ্রহণ করেছেন।

নাগরপুর, টাঙ্গাইল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *