ঈদগাঁওতে দিনে রাতে বনে তৈরী মনের বাড়ী

মোঃ কাউছার উদ্দীন শরীফ ঈদগাঁওঃ

কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়া ঘোনা বিটের জমি দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণের প্রতিযোগিতা চলছে।একটি প্রভাবশালী মহল ও স্থানীয় কতিপয় দালার তদবির কারকদের প্রত্যক্ষ বনের জমিতে দিনে রাতে দখল প্রতিযোগিতায় মাঠে নেমেছে ওই অসাধু মহলটি।

পাকা বাড়ী নির্মাণের খবর পেয়ে মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারী বিকালে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া ও আউলিয়া বাদ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়,কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের নির্দেশনায় ঈদগাঁও রেঞ্জার আনোয়ার হোসেন খানের নের্তৃত্বে ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা, রে‌ঞ্জের স্টাফ, ভি‌লেজার ও সি‌পি‌জি সদস্যরা বর্ণিত ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মৃত ফজল করিমের ছেলে আব্দু রশিদ একই ইউনিয়নের আউলিয়া বাদ কলিম উল্লাহর ছেলে আব্দু রহিমের অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত ভবন উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।

ভবন নির্মাণ কারী আব্দু রশিদ ও আব্দু রশিদ বলেন,নাম প্রকাশে অনিচ্ছুক একটি দালাল চক্রের সহযোগিতায় বন কর্মকর্তাদের অনুমতি নিয়ে ভবন নির্মাণ করছি।

অভিযান পরিচালনা কারী ভোমরিয়া ঘোনা বিট কর্মকর্তা মং মারমা অ‌ভিযা‌নের সত্যতা নিশ্চিত করে বলেন, বনবিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত বসতবাড়ী উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।অবৈধ দখল থেকে বনের জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিশাল এ বন এলাকা দেখাশোনা ও পর্যবেক্ষণ করার জন্য পর্যাপ্ত জনবল না থাকায় দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হচ্ছে। সরকারি জমিতে ঘর নির্মাণ করেছে তাদেরকে মামলা দিয়ে দিয়েছি। অবৈধ দখলদারিদের উচ্ছেদ করে বনের জমি উদ্ধারের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন।

ঈদগাঁও বন রক্ষায় উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে কক্সবাজার উত্তর বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *