প্রধান শিক্ষকের ইমো আই হ্যাক, থানায় জিডি, লেনদেন না করার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দৈনিক ইনকিলাবের গোদাগাড়ী উপজেলা সংবাদদাতা, দি বাংলাদেশ টুডে ও শিক্ষাবার্তার জেলা প্রতিনিধি মোঃ হায়দার আলীর ইমো আইডি imo ID কে বা কারা কোলন করে বিভিন্ন ব্যক্তির নিকট হতে ম্যাসেজ করে বিকাশ নাম্বার দিয়ে টাকা চাচ্ছেন। কোন প্রকার টাকা লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।
এব্যপারে গোদাগাড়ী মডেল থানায় জিডি করা হয়েছে, জিডি নম্বর ৬৬৪ তারিখ ১৫/০২/২০২৩ ইং, ১৪ /০২/২০২৩ ইং তারিখ রাত ৯ টা ১৯ মিনিটের সময়৪৪৭৮৭৩০৪৭০৬৭ ও রাত ৯ টা ৪০ মিনিটের সময় রিং করে গোদাগাড়ী পৌরসভার মেয়রের ভাতিজা পরিচয় দানকারী বলেন, মেয়র সাহেবের মোবাইল ও গ্রুপে সমস্যা হচ্ছে, তাকে বিরক্ত করছেন। সমাধানের জন্য স্যার ম্যাসেজের উত্তর দিতে হবে এর পর থেকে আমার ইমো আইডি হ্যাক হয়ে যায়। একটি প্রতারক চক্র দীর্ঘ দিন থেকে এ অবৈধ কাজটি করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। তাদের কঠোর ব্যবস্থা গ্রহন করা উচিৎ বলে সচেতন মহল মনে করেন।

বিষয়টি নিয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানায় ১ টি জিডি করেন। গোদাগাড়ী পৌরসভার মেয়রের ইমো নাম্বারে এককই কেস ঘটেছে তিনিও জিডি করেছেন।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *