January 15, 2025, 11:39 am
মোঃ খাইরুল ইসলাম মুন্না
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কাউনিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্র দিনব্যাপি প্রসব পূর্র্ব পরিচর্চা নিশ্চিতকরণে এএনসি ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এই ক্যাম্পেইনে প্রায় আড়াই শতাধিক গর্ভবতী মহিলাকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
বৃধবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ৮টায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর। চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বুশরা, ডা. শীলা ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাগর দত্ত। এ সময়ে গর্ভবতী মহিলাদের বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়াও রোগীদের প্যাথলজিক্যাল পরীক্ষা ও ঔষুদ সরবরাহ করা হয়। এ ক্যাম্পেইনে মোট ২১৫ জন গর্ভবতী মহিলা রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগীরা হাতের কাছে এ ধরনের উন্নত সেবা পেয়ে দারুন খুশি। তার এ ধরনের ক্যাম্পেইন নিয়মিত আয়োজনের আহবান জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর জানান, সরকারের পক্ষ থেকে গর্ভবতী মহিলাদের বিনামূল্যে বিভিন্ন সেবা প্রদান করা হয় সেসব তথ্য জানানো এবং তারা যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। আমরা ব্যাপক সাড়া পেয়েছি। পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে এ ধরণের ক্যাম্পেইন আয়োজনের চেষ্টা থাকবে।
মোঃ খাইরুল ইসলাম মুন্না
বেতাগী বরগুনা