মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অমান্য করে মাদ্রাসা’র অধ্যক্ষ ৫৮ টি ইউক্যালিপটাস গাছ কর্তন করেছেন। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার খানবাহাদুর মোখলেছুর রহমান দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসায়। একটি বিশেষ সূত্রে জানাযায় মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ আইনের তোয়াক্কা না করেই বড়ো ছোটো মিলিয়ে ৫৮ টি গাছ কর্তন করেছেন।সরেজমিনে গিয়ে দেখা যায় মাদ্রাসার ভিতরে সাড়ি সাড়ি ভাবে যেখানে সেখানে কর্তন কৃত গাছ পড়ে রয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সামাদ বলেন আমরা কমিটির লোকজন নিয়ে রেজুলেশন করে গাছ কেটেছি।রেজুলেশন দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেনি এবং গাছ কাটার বিষয়ে উনার কাছে বক্তব্য চাইলে তিনি দিতে পারবেনা বোলে রুম থেকে বেড়িয়ে যায়।এদিকে বিনা অনুমতিতে গাছ কাটার দায়ে কেন তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবেনা মর্মে কারন দর্শানোর নোটিশ প্রদান করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাছ কাটার বিষয়ে মুঠো ফোনে পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল হকের কাছে জানতে চাইলে তিনি জানান তারা গাছ কাটার পর আমাদের জানান।এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।তিনি এও জানান তদন্ত করার জন্য বিট অফিসার কে দিছি গাছের সংখ্যার জন্য, আর উপজেলা মাধ্যমিক অফিসারকে বলা হয়েছে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য।
Leave a Reply