মো; বাবুল হোসেন পঞ্চগড় জেলা সংবাদদাতাঃ
সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে সাংবাদিক মহাল। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ঘন্টা ব্যাপী পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
সময় টিভির রিপোর্টার আব্দুর রহিমের আয়োজনে ও রিপোর্টার সোহাগ হায়দারের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি , ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সফিকুল আলম সফিক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর প্রতিনিধি সরকার হায়দার, একাত্তর টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাভিশনের প্রতিনিধি মোশারফ হোসেন, দৈনিক খবর বাংলাদেশ এস টিভি বাংলা পঞ্চগড় ঢাকার টাইম জেলা প্রতিনিধি . সহ ও সম্মিলিত সামাজিক আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম জুয়েলসহ গণমাধ্যম কর্মীরা।
বক্তারা, সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশের আচরণের তীব্র নিন্দা জানান। একই সাথে দেশের সকল সাংবাদিকদের উপর মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।
এসময় কর্মসূচিতে বিভিন্ন ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ে সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Leave a Reply