বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা: মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রীর অনুশাসন “এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা” বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল -২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী সভায় সভাপতিত্ব করেন। উদ্বুদ্ধকরণ সভায় কৃষক, শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জালিস মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম। এছাড়া বক্তৃতা করেন চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিবুল ইসলাম টুকু , খলিশাকোটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদ চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা একে তৌহিদুজ্জামান, কাউন্সিলর গৌতম সমাদ্দার, ইমাম ও মোয়াজ্জেম কল্যাণ ট্রাস্টের সভাপতি মাওলানা মোঃ নাসির উদ্দিন, কৃষক নুর আলম নকিব, মেহেদী হাসান টুটুল প্রমূখ।
সভায় আলোচনা শেষে উপস্থিত কৃষকদের মাঝে প্রধান অতিথি স্থানীয় এমপি মোঃ শাহে আলম বিভিন্ন জাতের বীজ ও সার বিতরণ করেন।#

Leave a Reply