January 15, 2025, 4:24 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উন্নত দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে- ইউএনও রাশেদুজ্জামান ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফো-রণে দুইজন তানোরে জামায়াতের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন নজির হোসেন ফাউন্ডেশন নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ নলছিটিতে জিয়া সাইবার ফোর্সের উপজেলা ও পৌর কমিটি গঠন থানচিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এসবিএম ইট ভাটাকে জরিমানা সার ও বীজের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ডিলারশিপ বাতিল হয়ে যাবে-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত
অটোচালক ইস্রাফিল হত্যার রহস্য উদঘাটন

অটোচালক ইস্রাফিল হত্যার রহস্য উদঘাটন

নাজিম উদ্দিন রানাঃলক্ষ্মীপুরের কমলনগরে অটোরিকাসা চিনতাই করতেই ইস্রাফিল (১৮) নামে চালককে হত্যার করে সড়কের পাশে পেলে রাখা হয়। এঘটনায় মোঃ রুবেল (৩০) ও বেলাল হোসেন (২৭) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস বিফিং ‘তথ্য প্রযুক্তি’ ব্যবহারের মাধ্যমে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মংনে থৈায়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, রামগতি থানার অফিসার ইনচার্জ মো. সোলাইমান ও সদর থানার অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন।
আসামী রুবেল হোসেনের দেয়া স্বীকারোক্তির কথা উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ঘটনার দিন গত ১৮ জানুয়ারী (বুধবার) রাত সোয়া ৭টার দিকে ইউসুফ নামে এক চিনতাইকারী উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের চর লরেঞ্চ বাজার থেকে চৌধুরী বাজারে যাওয়ার কথা বলে (চালক) ইস্রাফিলের অটোরিকসা ভাড়া নেয়। পথিমধ্যে গনি মিয়ার ব্রীক্স নামক স্থান থেকে অপর আসামী রুবেল হোসেনকেও ওই অটোরিকসায় উঠিয়ে নেয়। পথে সময় ক্ষেপনের জন্য বক্তগুজের পূর্ব পাশে একটি চায়ের দোকানে ইস্রাফিলকে নিয়েই চা খায় তারা। রাত্রি বাড়ার সাথে সাথে অটোরিকশাটি নিয়ে রুবেল ও ইউসুফ নবীগঞ্জ টু চৌধুরী বাজারের পাকা সড়কের পশ্চিম পাশ নির্জন এলাকায় পৌছেই প্রস্রাব করার কথা বলে আবারও অটোরিকসাটি দাঁড় করায়। এসময় রুবেল ও ইউসুফ অটোরিকসা থেকে নেমেই কিছু বুঝে উঠার আগেই পূর্বে পরিকল্পিত ভাবে চালকের আসনে বসে থাকা ইস্রাফিলের মুখ চেপে ধরে ঘাড় মুচকে সড়কের পাশে মাটিতে ফেলে দেয়। একপর্যায়ে তারা দু’জনে মিলেই হাত-পা চেপে ধরে শ্বাস রোধ করে চালক ইস্রাফিলকে হত্যা করে সাথে থাকা একটি মোবাইল ফোন ও নগদ ৬০০ টাকাসহ অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরের দিন ১৯ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে। তিনি আরো বলেন, হত্যাকারী রুবেল ও ইউসুফ চিনতাইকৃত অটোরিকশাটি সদর উপজেলার টুমচর গ্রামের ইউসুফেরই সৎভাই বেলাল হোসেনের নিকট ৪০ হাজার টাকা মূল্যে বিক্রি করে বলে স্বীকার করে আসামী রুবেল। (যার বাজার মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা।) এতে রুবেল ভাগ পায় ১৫ হাজার টাকা এবং ইউসুফ মোবাইল ও নগদ ৬০০ টাকাসহ ২৫ হাজার টাকা ভাগ নেয়।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ আরো বলেন, হত্যার ঘটনায় নিহতের বাবা আবুল বাসার বাদী হয়ে ১৯ জানুয়ারী তারিখেই কমলনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথমে চিনতাইকৃত অটোরিকশা ক্রয়কারী বেলালকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী উপজেলার চরলরেঞ্চ এলাকা থেকে মূল দুই হত্যাকারীর মধ্যে রুবেলকে গ্রেফতার করা হয়। অপর আসামী ইউসুফকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত আছে। তবে গ্রেফতারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।
নিহত অটোরিকশা চালক ইস্রাফিল কমলনগর উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের মনির মাষ্টার বাড়ীর আবুল বাশারের ছেলে। গ্রেফতারকৃত, আসামী মো. রুবেল একই উপজেলার চরলরেঞ্চ গ্রামের হোসেন আহাম্মদের ছেলে, অপর গ্রেফতারকৃত বেলাল হোসেন সদর উপজেলার টুমচর কালিরচর গ্রামের মৃত তোফায়েল আহাম্মদের ছেলে এবং অপর আসামী ইউসুফ তারই সৎ ভাই। তারা সবাই পেশায় অটোরিকশা চিনতাই করারী।
প্রসঙ্গত, নিহত অটোরিকশা চালক ইস্রাফিল কমলনগর উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের মনির মাষ্টার বাড়ীর আবুল বাশারের ছেলে। গ্রেফতারকৃত, আসামী মো. রুবেল একই উপজেলার চরলরেঞ্চ গ্রামের হোসেন আহাম্মদের ছেলে, অপর গ্রেফতারকৃত বেলাল হোসেন সদর উপজেলার টুমচর কালিরচর গ্রামের মৃত তোফায়েল আহাম্মদের ছেলে এবং অপর আসামী ইউসুফ তারই সৎ ভাই।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD