January 15, 2025, 3:04 pm
আমার সোনা মনি
মোছাঃ আফিয়া সুলতানা রাহা
৩ বছর এ পা রাখলো (শুভ জন্মদিন)
শুভ জন্মদিন “সোনা মামনি আজকের দিনটি তোমার জীবনের একটি বিশেষ দিন। আর আমার জীবনের সবথেকে প্রধান দিন। যে দিনের জন্য আমি সারা বছর অপেক্ষা করি। তুমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারো সেই শুভকামনা করি। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল, সামনের বছর গুলো যাতে এভাবেই কেটে যায় সেই কামনা করি। এখন তোমার লক্ষ্য অর্জনের সময় সঠিকভাবে পড়াশোনা করার সময়। জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছায় এই কামনা করি। জীবনে মহৎ ব্যক্তিত্বের অধিকারী হবে, তাহলে এগিয়ে যাবে সামনের দিকে। এই শুভ কামনা করি,” শুভ জন্মদিন” মা অনেক ভালোবাসি তোমাকে” শুভ জন্মদিন