January 2, 2025, 7:43 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা’র ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সোমবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন। সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহ-সভাপতি কামরুল হাসান ও ইউপি সদস্য পিযুষ কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাফুজুল হক কিনু, সুজন কুমার রায়, দপ্তর সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, অমল রাজ মন্ডল, মনোজ কুমার মন্ডল, আশুতোষ মন্ডল, ইউপি সদস্য রফিকুল ইসলাম, অসিত কুমার মন্ডল, সমারেশ বিশ্বাস, উজ্জ্বল মন্ডল, নির্মল দাশ, পৌর সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, ইউনিয়ন সভাপতি শেখ মোস্তফা আল-তারিক, গৌতম রায়, স্বেচ্ছাসেবকলীগ নেতা হামিম সানা, মোঃ কামরুজ্জামান, মোঃ আব্দুল গপ্ফার গাজী, তপু রায়হান, তেজেন কুমার মন্ডল, মোঃ সোহাগ হোসেন বাবু, যতিন্দ্র নাথ সরকার, অরুন মন্ডল, ছাদ্দাম, মোঃ হাবিবুর রহমান, আমিনুল ইসলাম ডাবলু। সভায় আগামী ২৮ জুলাই উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এর মৃত্যু বার্ষিকী যথাযতভাবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।