January 15, 2025, 9:10 am
নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):
রাজশাহীর চারঘাটে ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং ব্র্যাক এর আয়োজনে, অগ্নি – এ্যাওয়ারনেস, এ্যাকশান এ্যান্ড এ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল ও সেইফ স্পেস ফর উইমেন্স এ্যন্ড গার্লস প্রকল্পের শেয়ারিং মিটিং সোমবার সকাল ১০ টায় চারঘাট উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম, বাশিস চারঘাট উপজেলা শাখা সভাপতি ইনদাদুল ইসলাম, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, প্রকল্পের রাজশাহী টিমের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, উপজেলা আনসার ভিডিপির অফিসার নাজমা বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মোঃ মোজাম্মেল হক,
চারঘাট, রাজশাহী।