কুমিল্লায় ভারতের হায়দারাবাদের কেয়ার হাসপাতালের অরিয়েন্টেশন ও নৈশভোজ অনুষ্ঠিত

কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,
গতকাল রাতে কুমিল্লা নগরীর কান্দির পাড়স্থ গোল্ডেন স্পুনে
আনন্দ মুখর পরিবেশে ভারতের হায়দারাবাদের কেয়ার হাসপাতালের অরিয়েন্টেশন ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কুমিল্লা সিডি প্যাথ এন্ড হসপিটালের সহ মার্কেটিং ম্যানেজার সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম তরুনের ও এই আর হসপিটালের সিও মুকবুল হোসেন ভুইয়ার পরিচালনায় কেয়ার হাসপাতালের বাংলাদেশ নিয়োজিত কর্ডিনেটর
তানভীর আহমেদের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্যে রাখেন হায়দারাবাদের কেয়ার হাসপাতালের ইন্টার ন্যাশনাল মার্কেটিং এক্সিকিউটিভ বৈশালী শর্মা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া ও কুমিল্লা, চাদপুরের কর্ডিনেটর মিসেস হাসিনা রহমান, এসময় কুমিল্লায় নিয়োজিত মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রমা হাসপাতালে মার্কেটিং এরিয়া ম্যানেজার ফিরোজ আহম্মেদ, সিডি প্যাথ হাসপাতালের মার্কেটিং এক্সিকিউটিভ নুরুজ্জান অপু,এমদাদুল হক,মানি হাসপাতালের সিও ইসমাইল হোসেন,এইচ আর হাসপাতালের মার্কেটিং এক্সিকিউটিভ বেলায়েত হোসেন,মা মনির মনির হোসেন,আবদুর রেজ্জাক, ট্রমার সন্তোষ সরকার,মুক্তি হাসপাতালের মার্কেটিং এক্সিকিউটিভ আযম খান,এইচ আরের জামাল হোসেন,ফিরোজুর রহমান,রাজু আহমেদ সহ অন্যারা,অনুষ্ঠানে দেশের চিকিৎসা অবনতি কিংবা কিডনি সংযোগ, লিভার সংযোগ বিষয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। পরে নৈশভোজ ও টি-শার্ট উপহার দেওয়া হয় কর্মকর্তাদের মাঝে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *